গুনারীতলা উচ্চ বিদ্যালয়। ১৯৪৮ সালে বিদ্যালয়টি স্থাপিত হয়। জামালপুর জেলার মাদারগঞ্জ থানাধীন ঐতিহ্যবাহী গুনারীতলা গ্রামের নামেই স্কুলটির নামকরণ করা হয় যদিও শুরুর দিকে অত্র প্রতিষ্ঠানটির নামকরণ ছিল ভিন্ন।
গত কয়েক দশক ধরে বিশেষ করে আওয়ামী শাসনামলে আন্ডারগ্রাউন্ড এর হোতা মির্জা আযমের পরিকল্পিত ধ্বংসযজ্ঞে এই গ্রাম পদে পদে নিস্পেশিত হয়েছে। নির্যাতিত হয়েছে গ্রামের সাধারণ মানুষ।
তার পরিকল্পিত মদদে রাস্তা ঘাট, স্কুল, হাট বাজার, মসজিদ, মাদ্রাসা কোন কিছুরই উন্নয়ন হয়নি।
যতটুকুও ছিল একটা ঐতিহ্যবাহী বাজার সেটাও ভেংগে তছনছ করা হয়েছে। একটা জনতা ব্যাংক ছিল রাতের আধারে সেটাও স্থানান্তরিত করে নেওয়া হয়েছে। দীর্ঘবছর পর জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে ফেসিস্ট শেখ হাসিনার পতন হলে গ্রামের মানুষের মনে শান্তির পরশ বইতে থাকে।
আজ তারই ধারাবাহিকতায় গণমানুষের আশার আলো জননেতা জনাব ফায়জুল ইসলাম লাঞ্জুর পদার্পনে গুনারীতলা হাইস্কুলে একটি তিন তলা ভবন নির্মান কাজ শুরু হয়েছে। এতে খুশি এলাকাবাসী খুশি ছাত্র ছাত্রী সহ শিক্ষক মন্ডলীও।
উক্ত তিন তলা ভবনটি উদ্বোধন করেন জননেতা ফায়জুল ইসলাম লাঞ্জুর যিনি একাধারে পরপর দুইবারের মাদারগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সফল সভাপতি , জামালপুর জেলা বিএনপির সম্মানিত উপদেষ্টা।
যিনি আওয়ামী শাসনামলে জেল খেটেছেন, অনেকবার নির্যাতিত হয়েছেন। অবশেষে যখন মৃত্যুর হুমকির বার্তা পেলেন বাধ্য হয়ে স্বপরিবারে আমেরিকা চলে গেলেন।
সেখানে দীর্ঘদিন অবস্থান করলেও তিনি সংগঠনের জন্য সার্বক্ষনিক কাজ করে গেছেন যার ফলশ্রুতিতে আজ কয়েক বছর পর ফিরলেও এতোটুকুনও জনপ্রিয়তা থেকে বঞ্চিত হননি তিনি। যার প্রমান ইতিমধ্যেই অত্র এলাকাবাসী বিভিন্ন মিটিং মিছিলের মাধ্যমে দেখিয়ে দিয়েছেন।
জনাব ফায়জুল ইসলাম লাঞ্জু একজন বিচক্ষণ নেতা। যার অন্তরজুড়ে জনমানুষের জন্য ভালোবাসা আর আন্তরিকতা বিরাজ করে সারাক্ষণ। পুরো মাদারগঞ্জবাসী তথা মেলান্দহবাসীর প্রিয় নেতা তিনি জননেতা ফায়জুল ইসলাম লাঞ্জু। মাদারগঞ্জ বাসী তার মাধ্যমে উন্নয়নের পথ প্রত্যাশা করে।
দীর্ঘবছর পর জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে ফেসিস্ট শেখ হাসিনার পতন হলে গ্রামের মানুষের মনে শান্তির পরশ বইতে থাকে।
আজ তারই ধারাবাহিকতায় গণ মানুষের নেতা জননেতা জনাব ফায়জুল ইসলাম লাঞ্জুর পদার্পনে গুনারীতলা হাইস্কুলে একটি তিন তলা ভবন নির্মান কাজ শুরু হওয়ায় এলাকাবাসীর মনে খুশির আমেজ বইছে।
উক্ত তিন তলা ভবনটি উদ্ভোদন করেন জননেতা জনাব ফায়জুল ইসলাম লাঞ্জুর যিনি একাধারে পরপর দুইবারের মাদারগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সফল সভাপতি ,জামালপুর জেলা বিএনপির সম্মানিত উপদেষ্টা।
যিনি আওয়ামী শাসনামলে জেল খেটেছেন, নির্যাতিত হয়েছেন। অবশেষে যখন জনাব ফায়জুল ইসলাম লাঞ্জু মৃত্যুর হুমকির বার্তা পেলেন বাধ্য হয়ে স্বপরিবারে আমেরিকা চলে গেলেন।
সেখানে দীর্ঘদিন অবস্থান করলেও তিনি সংগঠনের জন্য সার্বক্ষনিক কাজ করে গেছেন যার ফলশ্রুতিতে আজ কয়েক বছর পর ফিরলেও এতোটুকুনও জনপ্রিয়তা থেকে বঞ্চিত হননি। যার প্রমান অত্র এলাকাবাসী বিভিন্ন মিটিং মিছিলের মাধ্যমে দেশের মানুষকে দেখিয়েছেন।
জনাব ফায়জুল ইসলাম লাঞ্জু একজন বিচক্ষণ নেতা। যার অন্তরজুড়ে জনমানুষের জন্য ভালোবাসা আর আন্তরিকতা। পুরো মাদারগঞ্জ বাসী তথা মেলান্দহবাসীর প্রিয় নেতা জননেতা ফায়জুল ইসলাম লাঞ্জু। মাদারগঞ্জ বাসী তার মাধ্যমে উন্নয়নের পথ প্রত্যাশা করে।