বিএনপি অফিসে অগ্নিসংযোগ: আওয়ামী লীগ-ছাত্রলীগের ২ নেতা গ্রেফতার
মানিকগঞ্জে বিএনপি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় পৌর আওয়মী লীগের সাবেক সভাপতি মোনায়েম খান ও জাগীর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তপু আহমেদ মামুনকে গ্রেফতার করেছে মানিকগঞ্জ সদর থানা পুলিশ।
১৯ ডিসেম্বর ( বৃহস্পতিবার ) সকালে রাজধানীর আদাবর থানা এলাকা থেকে আদাবর থানা পুলিশের সহযোগিতায় মোনায়েম খানকে এবং বুধবার রাতে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে ছাত্রলীগ নেতা তপুকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত মোনায়েম খান মানিকগঞ্জের পোড়রা এলাকার মৃত ওয়ারেস আলী খানের ছেলে। অপরদিকে, ছাত্রলীগ নেতা তপু আহমেদ মামুন মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর ইউনিয়নের ঠাটাঙ্গা গ্রামের মো. মোশারফ হোসেনের ছেলে।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম আমান উল্লাহ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, মানিকগঞ্জ জেলা বিএনপির কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ মামলায় এজাহারভুক্ত আসামী মোনায়েম খান ও ছাত্রলীগ নেতা তপুকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ, মোনায়েম খান গত সংসদ নির্বাচনের আগে আওয়ামী লীগ থেকে পদত্যাগ করে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম)- এ যোগ দেন এবং বিএনএমের প্রতীকে মানিকগঞ্জ-১ আসনে (ঘিওর-দৌলতপুর-শিবালয়) নির্বাচন করে জামানত হারান।