শনিবার, জানুয়ারি ৪, ২০২৫
Homeঅন্যান্যসচিবালয়ে আগুন: উপদেষ্টা আসিফ ও হাসনাতের প্রতিক্রিয়া

সচিবালয়ে আগুন: উপদেষ্টা আসিফ ও হাসনাতের প্রতিক্রিয়া

অনলাইন ডেস্ক

সচিবালয়ে আগুন লাগার ঘটনা নিয়ে মন্তব্য করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। একই ঘটনা নিয়ে প্রতিক্রিয়া দেখিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজেদের থেকে আলাদা দুইটি পোস্ট করেন তারা।

অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ ও সচিবালয়ে থাকা দুর্নীতির তথ্য নিশ্চিহ্ন করতে এই আগুন লাগানোর ষড়যন্ত্র হতে পারে বলে জানিয়েছেন আসিফ মাহমুদ। তিনি লিখেছেন, ‘স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বিগত সময়ে হওয়া অর্থলোপাট, দুর্নীতি নিয়ে আমরা কাজ করছিলাম। কয়েক হাজার কোটি টাকা লুটপাটের প্রমাণও পাওয়া গিয়েছিল। আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এখনও জানা যায়নি। আমাদেরকে ব্যর্থ করার এই ষড়যন্ত্রে যে বা যারাই জড়িত থাকবে তাদের বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না। এই মুহূর্তে আছি নীলফামারিতে, যতো দ্রুত সম্ভব ঢাকা ব্যাক করছি।’

শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালীন সময়ে ‘ফ্যাসিস্ট’ আমলা ও অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেছেন হাসনাত আব্দুল্লাহ। তিনি লিখেছেন, ‘ফ্যাসিজমের এনাবলারদের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা দেখানোর পরিণাম এই কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে। হাসিনার ঘি খাওয়া ফ্যাসিস্ট এনাবেলররাই এখন মানবাধিকারের আলাপ দিয়ে ফ্যাসিস্টদের পক্ষে ‘সিমপ্যাথি গেইন’ ক্যাম্পেইন চালাচ্ছে। এই ক্যাম্পেইন না থামাতে পারলে আপনি শেষ। আজকে আমলা আগামীকাল অন্য কেউ।’

- Advertisement -spot_img
আরও সংবাদ
- Advertisement -spot_img
এই বিভাগের অন্যান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here