বুধবার, জানুয়ারি ৮, ২০২৫
Homeঅন্যান্য৩১ ডিসেম্বরের ঘোষণাপত্রটি লিখিত দলিল হবে: সারজিস আলম

৩১ ডিসেম্বরের ঘোষণাপত্রটি লিখিত দলিল হবে: সারজিস আলম

অনলাইন ডেস্ক রিপোর্ট

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম তার বক্তব্যে বলেন, আগামী ৩১ ডিসেম্বরের ঘোষণাপত্রটি হবে একটি লিখিত দলিল যা বাংলাদেশের নতুন স্বপ্ন এবং ভবিষ্যৎ সিস্টেমের পথ নির্দেশ করবে।

রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে বিজয় নগরের কার্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংবাদ সম্মেলনে তিনি এ কিথা পেশ করেন।

 

তিনি বলেন, “প্রোক্লেমেশন অব জুলাই রেভুলেশন” ঘোষণাটি বাংলাদেশের নতুন জাতিগত ও রাজনৈতিক কাঠামো প্রতিষ্ঠার জন্য একটি মাইলফলক হিসেবে কাজ করবে। সারজিস আলম বলেন, এটি এমন একটি দলিল হবে যা বিগত সিস্টেমগুলোকে প্রত্যাখ্যান করবে এবং দেশের ভবিষ্যত সিস্টেমের পরিকল্পনা সামনে আনবে।

তিনি আরও বলেন, “৩১ তারিখের ঘোষণাপত্র শহিদ পরিবারের স্বপ্নের প্রতিফলন হিসেবে থাকবে, যেখানে বিগত সিস্টেমগুলো মানুষের গ্রহণযোগ্যতা হারিয়েছে এবং আগামীদিনে জনগণের প্রত্যাশিত সিস্টেমের বিষয়গুলি স্পষ্ট করা হবে।”

এ ঘোষণাপত্রে ২০২৪ সালের বিপ্লবের পরবর্তী প্রেক্ষাপট এবং আগামীর বাংলাদেশের কাঙ্ক্ষিত পরিবর্তনগুলি তুলে ধরা হবে। ৩১ ডিসেম্বর বিকাল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে এই ঘোষণাপত্রটি প্রদান করা হবে, যা ছাত্র আন্দোলনের নেতারা ঘোষণা করবেন।

- Advertisement -spot_img
আরও সংবাদ
- Advertisement -spot_img
এই বিভাগের অন্যান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here