শীত এলো এলোরে ঘুম যেন ভাঙ্গেনা
হিম হিম হওয়ায় চোখ দুটি জাগেনা
আলসেমি ভর করে শরীরের সবখানে
বুড়বুড়ি শিশুরা শীতটাকে বেশি জানে
শীত এলে বেড়ে যায় পাখিদের আনা গোনা
ভিনদেশী পাখিদের কিচির মিচির গানশোনা—-
নানা রঙের ফুল ফোটে অপরূপ দৃশ্য
দুঃখিজন ভাবে বসে কবে হবে গ্রীষ্ম
জড়ো সড় হয়ে সব সূর্যের অপেক্ষা
অভাবি মানুষের কাপড়ের প্রতীক্ষা
খড়কুটো জ্বালিয়ে গায়ে নেয় তাপ
শীত তবু মানেনা করেনাতো মাফ—-
মজা তবু শীতকালে খেজুর গাছে রসের হাড়ি
দারুন মজা রসের পিঠা তৈরি হয় বাড়ি বাড়ি
পাটালি গুড়ের মজার পায়েশ জমাট বাধা নাস্তা
শীতের সময় ধুলোয় ঢাকে আকা বাকা রাস্তা
আরো যদি থাকে রাতে ভর্তা-আর গরমভাতে ঘি
দারুণ মজা আর লাগেনা কোন কিছু-খায় বউ ঝি
পাতা ঝরে গাছে গাছে নতুন পাতার গান শোনা
শীত মানেই বসন্তের দ্বারে তার চলে আনাগোনা—-