শনিবার, জানুয়ারি ৪, ২০২৫
Homeঅন্যান্যথার্টি ফার্স্ট নাইটের জন্য বদলে গেল বিপিএল ম্যাচের সূচি

থার্টি ফার্স্ট নাইটের জন্য বদলে গেল বিপিএল ম্যাচের সূচি

ডেস্ক রিপোর্ট

বিপিএলের পর্দা উঠছে সোমবার দুপুরে। কিন্তু শুরুর আগেই আগে ঘোষিত সূচিতে বদল করতে হয়েছে।

সেটি অবশ্য কেবল একদিনের জন্যই। ৩১ ডিসেম্বর থার্টি ফার্স্ট নাইটের জন্য এই বদল আনতে ঢাকা মেট্টোপলিটন পুলিশের পক্ষ থেকে পাওয়া অনুরোধে এই বদল করতে হচ্ছে বিসিবিকে।

আগের সূচিতে ৩১ ডিসেম্বর দিনের প্রথম ম্যাচে খুলনা টাইগার্সের মুখোমুখি হওয়ার কথা ছিল। ওই ম্যাচটি দেড় ঘণ্টা এগিয়ে আনা হয়েছে ১২টায়।

দিনের দ্বিতীয় ম্যাচ সন্ধ্যা সাড়ে ৬টার পরিবর্তে হবে বিকেল পাঁচটায়, যেখানে মুখোমুখি হবে রংপুর রাইডার্স ও সিলেট স্টাইকার্স।

কিন্তু ৩১ ডিসেম্বর ব্যাংক হলিডে হওয়ায় এদিন ব্যাংকের সাতটি নির্ধারিত স্থানে টিকিট বিক্রি বন্ধ থাকবে। জাতীয় সাঁতার কমপ্লেক্স, মিরপুর এর টিকিট বুথে পাওয়া যাবে এদিন।

শুধু ৩১ ডিসেম্বর ছাড়া পূর্বঘোষিত সূচি ও সময় ঠিক থাকবে। টিকিটও পাওয়া যাবে আগের মতোই। ৩০ ডিসেম্বর পর্দা উঠছে এবারের বিপিএল। খেলা হবে তিনটি ভেন্যু- সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম ও চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

- Advertisement -spot_img
আরও সংবাদ
- Advertisement -spot_img
এই বিভাগের অন্যান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here