সোমবার, জানুয়ারি ২৭, ২০২৫
Homeঅন্যান্যপিতা লেঃ এমএন ইসলাম ও মাতা বেগম তাহমিনা ইসলাম কল‍্যাণ সংস্থা" কর্তৃক...

পিতা লেঃ এমএন ইসলাম ও মাতা বেগম তাহমিনা ইসলাম কল‍্যাণ সংস্থা” কর্তৃক আয়োজিত কম্বল বিতরণ-২০২৫

অনলাইন ডেস্ক রিপোর্ট

মরহুম পিতা লেঃ এমএন ইসলাম এবং মাতা বেগম তাহমিনা ইসলামের মৃত‍্য বার্ষিকী উপলক্ষ‍্যে জামালপুর ইসলামপুর উপজেলায় “এমএন ইসলাম ও বেগম তাহমিনা ইসলাম কল‍্যাণ সংস্থা” কর্তৃক আয়োজিত হতদরিদ্র দুঃস্থদের মাঝে কম্বল বিতরন করা হয়েছে।

শুক্রবার (২৪ জানুয়ারি) এমএন ইসলাম ও বেগম তাহমিনা ইসলাম কল‍্যাণ সংস্থা” কর্তৃক এ আয়োজনকে ঘীরে ঢাকার সেনপাড়ায় অনুষ্ঠিত হয় বিশেষ দুয়া মাহফিল ও আলোচনা অনুষ্ঠান। পবিত্র কোরান খতম মিলাদ ও দোয়া মহফিল শেষে নৈশভোজের আয়োজন করা হয়।

জামালপুর ইসলামপুরে দুয়া মাহফিল শেষে হতদরিদ্র ও দুঃস্থদের মাঝে কম্বল বিতরন করেন সংস্থাটির সাধারণ সম্পাদক জনাব মতিউর রহমান হীরু, মনু চৌধুরী সিনিয়ার ভাইস প্রেসিডেন্ট‍্যান্ট, জিহাদী হাসান সম্রাট ভাইস প্রেসিড‍্যান্ট ও মাসুদ পারভেজ সহ-সাধারণ সম্পাদক তাদের প্রত্যেকের আন্তরিক প্রচেষ্টা ও নিষ্ঠার বদৌলতে অনুষ্ঠানটি সুন্দর ভাবে সম্পন্ন হয়।

উক্ত সংস্থাআ এবং জাগো নারী ফাউন্ডেশনের সম্মানিত প্রতিষ্ঠাতা সভাপতি ও চেয়ারপারসন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মানবতার সংগঠক, নারী জাগরণের পথিকৃৎ, নারীনেত্রী আমেরিকায় বসবাসরত নূর উন নাহার মেরী বলেন, আমি আন্তরিকভাবে সকলের প্রতি অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলার জন্য সেই সাথে সকলের জন্য কল্যাণ, সুখ ও মংগল কামনা করছি।
সুন্দর হোক সকলের আগামী দিনের পথচলা।

- Advertisement -spot_img
আরও সংবাদ
- Advertisement -spot_img
এই বিভাগের অন্যান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here