বৃহস্পতিবার, জানুয়ারি ৯, ২০২৫
Homeজাতীয়যমুনার সামনে রণক্ষেত্র, ৩৫ বছর সময়সীমা নির্ধারণের দাবীতে আন্দোলনকারীরা

যমুনার সামনে রণক্ষেত্র, ৩৫ বছর সময়সীমা নির্ধারণের দাবীতে আন্দোলনকারীরা

বার্তা প্রতিনিধি

সরকারি চাকরি আবেদনের সময়সীমা ৩৫ বছর নির্ধারণের দাবিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এর বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। অবস্থানকালে আন্দোলনকারীদের লক্ষ্য করে কয়েকটি টিয়ারগ্যাস ও দুটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

আজ সোমবার ( ৩০ সেপ্টেম্বর) বেলা দেড়টার দিকে রাজধানীর মিন্টু রোডে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এর বাসভবন যমুনার সামনে অবস্থান নেয় শিক্ষার্থীরা।

প্রত্যক্ষ দর্শীরা জানায়, আন্দোলনরত শিক্ষার্থীদের চারদিকে পর্যাপ্ত পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছে।

অবস্থানরত শিক্ষার্থীরা চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ এর প্রজ্ঞাপন না দেওয়া পর্যন্ত অবস্থান ছাড়বেনা বলে ঘোষণা দিলে আন্দোলনকারীদের লক্ষ্য করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ছোড়া টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেডে দু’জন আন্দোলনকারী আহত হয়েছে বলে জানা গেছে।

সমাবেশে অংশ নেওয়া ৩৫ প্রত্যাশী এক আন্দোলনকারী মধ্য থেকে এক যুবক বার্তা বাংলা ২৪ এর প্রতিনিধিকে জানায়, চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধির দাবি নতুন কোন ইস্যু নয়। আমরা এখানে ৩৫ এর পুরনো দাবি নিয়েই উপস্থিত হয়েছি। কিন্তু আমাদের এই নৈতিক দাবীর বিরুদ্ধে পুলিশ বিভিন্ন স্থানে বাঁধা দেওয়ার চেষ্টা করেছে।

- Advertisement -spot_img
আরও সংবাদ
- Advertisement -spot_img
এই বিভাগের অন্যান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here