বৃহস্পতিবার, জানুয়ারি ৯, ২০২৫
Homeজাতীয়দেশের একদল কুচক্রী মহল গুজব ছড়িয়ে গার্মেন্টসে অস্থিরতা বাড়াচ্ছে-শ্রম উপদেষ্টা

দেশের একদল কুচক্রী মহল গুজব ছড়িয়ে গার্মেন্টসে অস্থিরতা বাড়াচ্ছে-শ্রম উপদেষ্টা

বার্তা প্রতিনিধি

শ্রম উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া
বললেন, দেশের একদল কুচক্রী মহল গুজব ছড়িয়ে গার্মেন্টসে অস্থিরতা বাড়াচ্ছে। উক্ত কুচক্রী মহলের ইন্দন দাতা থেকে শুরু করে জড়িত সবকটাকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে শীঘ্রই।

মঙ্গলবার (১অক্টোবর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে এ মন্তব্য করেন তিনি। বৈঠকে দুর্গাপূজা, পার্বত্য চট্টগ্রাম পরিস্থিতি, মাদকসহ সার্বিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয়।

গার্মেন্টসে অস্থিরতায় একটা গ্রুপ উসকানি দিচ্ছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, সাভারে একজন শ্রমিক নিহতের ঘটনায় শ্রমিকদের ভেতর থেকে প্রথম কেউ একজন গুলি ছুঁড়েছিল। এরপর পরিস্থিতি সহিংস হয়ে যায়। গুজব ছড়িয়ে মুখোমুখি অবস্থায় দাঁড় করানো হয়। পুলিশ গুলি ছুঁড়তে বাধ্য হয়েছে। যারা গুজব ছড়িয়েছে তাদের চিহ্নিত করা হচ্ছে।

শ্রমিক নিহতের ঘটনায় দুঃখ প্রকাশ করে উপদেষ্টা বলেন, নিহতকে ১৩ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। এছাড়া যারা গুজব ছড়িয়েছে তাদের চিহ্নিতের কাজ চলছে।

শ্রম উপদেষ্টা বলেন, যেসব মালিক বেতন দিচ্ছে না, তাদের আইনের আওতায় এনে বকেয়া বেতন দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে। অনেক মালিক পলাতক আছে। তাদের অনেক ঋণ আছে। সমাধানের চেষ্টা হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক করতে সবপক্ষের সহযোগিতা দরকার বলেও মন্তব্য করেন তিনি।

- Advertisement -spot_img
আরও সংবাদ
- Advertisement -spot_img
এই বিভাগের অন্যান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here