শুক্রবার, জানুয়ারি ১০, ২০২৫
Homeআর্ন্তজাতিকইরানের মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলায় দিশেহারা ইসরায়েল

ইরানের মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলায় দিশেহারা ইসরায়েল

ডেস্ক রিপোর্ট

ইরানের মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলায় দিশেহারা তেল আবিব
বৃষ্টির মত ক্ষেপণাস্র হামলায় কাঁপছে ইসরায়েল ভয়াবহ হামলা চালিয়ে যাচ্ছে মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিধররাষ্ট্র ইরান। হামাসের সাবেক প্রধান ইসমাইল হানিয়া, হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ ও ইসলামিক বিপ্লবী গার্ডের কমান্ডারদের হত্যার প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে বলে ধারনা করা হয়।

মঙ্গলবার (০১ অক্টোবর) বাংলাদেশ সময় রাত দশটা তিরিশ মিনিটের পর ইসরায়েলকে লক্ষ্য করে দ্বিতীয়বারের মতো সরাসরি হামলা চালিয়েছে তেহরান।

ইসরায়েলি সংবাদমাধ্যম দাবি একসঙ্গে প্রায় একশটিরও বেশি মিসাইল ছুড়েছে ইরান। হামলায় ইসরায়েলকে লক্ষ্য করে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, জর্ডানের রাজধানী আম্মানের আকাশ দিয়ে মিসাইল উড়ে যেতে দেখা গেছে। মিসাইলের কারণে জর্ডানেও সাইরেন বেজে ওঠেছে।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এক বার্তায় নিজ দেশের নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। একইসঙ্গে স্থানীয় সেনা কমান্ডের নির্দেশনা অনুসরণ করতে বলেছে।

ইসরায়েলি নাগরিকদের উদ্দেশ্যে এক বার্তায় নেতা নিয়াহু বলেন, সাইরেন শুনলে অবশ্যই একটি সুরক্ষিত এলাকায় যেতে হবে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সেখানেই অবস্থান করতে হবে।

ইসরায়েলি বাহিনী লেবাননে সীমিত পরিসরে স্থল অভিযান শুরু করার পর তেল আবিব লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান। প্রায় এক বছর আগে ফিলিস্তিনের গাজায় হামলা চালায় ইসরায়েল। তাদের নির্বিচার বোমা হামলায় গাজায় ৪০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছিল। ওই যুদ্ধ শুরু হওয়ার পর মঙ্গলবার লেবাননে ইসরায়েলের স্থল অভিযান শুরুর মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে সংঘাত নতুন মাত্রায় রুপ নিলো।

- Advertisement -spot_img
আরও সংবাদ
- Advertisement -spot_img
এই বিভাগের অন্যান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here