ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের মেধাবী তরুণ ছাত্রনেতা, বিএনপির নেতা, গণমানুষের প্রাণ, জননেতা ফায়জুল ইসলাম লাঞ্জু সাময়িক সময়ের জন্য আজ বৃহস্প্রতিবার (৩ অক্টোবর ) আমেরিকার উদ্দেশ্যে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থান কালে দেখা যায়গমণে শত শত নেতাকর্মী মাঝে শোকের ছাপ।
জামালপুর মাদারগঞ্জ গুনারীতলা গ্রামে বেড়ে উঠা ফায়জুল ইসলাম লাঞ্জু সম্ভ্রান্ত পরিবারের সন্তান। ছাত্র জীবন থেকেই তিনি ছিলেন অত্যন্ত নম্র ভদ্র মেধাবী ছাত্র। তিনি ছাত্র জীবন থেকেই শহীদ জিয়ার আদর্শে উজ্জীবীত হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক সফল মহাসচিব, চার দলীয় ঐক্য জোটের রূপকার, মরহুম ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের স্নেহেধন্য হয়ে নিজেকে গড়ে তুলেছেন শহীদ জিয়ার একনিষ্ঠ আদর্শিক এবং প্রশিক্ষিত সৈনিক। যার সফলতার সুফল বাতাস আজও গণমানুষের অন্তরে গেঁথে আছে।
আওয়ামী স্বৈরাচার সরকারের দেওয়া অসংখ্য মামলায় জেল খেটেছেন তিনি। অবশেষে যখন তিনি বুঝতে পারলেন তাকে মেরে ফেলার পরিকল্পনা করা হচ্ছে। বারবার পুলিশের পক্ষ থেকে সতর্ক বার্তা আসতে থাকলে তিনি বেঁচে থাকার জন্য স্বপরিবারে আমেরিকায় গমন করেন। এবং বেশ কয়েক বছর আমেরিকায় অবস্থান নেন।তিনি বার্তা বাংলাদেশ২৪ কে আক্ষেপ করে বলেন, যদিও আমি স্বপরিবারে আমেরিকায় গমন করেছিলাম কিন্তু সেখানে যতদিন থেকেছি আমার একটা দিনও ভালো কাটেনি। আমার মন সব সময় থেকেছে আমার প্রিয় নেতা কর্মীদের উপর। গ্রামের প্রিয় সকল মানুষের উপর।
জননেতা ফায়জুল ইসলাম লাঞ্জু আরও বলেন, আজ স্বৈরাচার বিদায় নিয়েছে কিন্তু দেশটাকে শশ্বানে পরিনত করে গেছে। দুর্ণীতি আর দুঃশাসনে দেশের প্রতিটি সেক্টরকে করে গেছে পংগু। মাদারগঞ্জের মাটি ও মানুষের প্রাণপ্রিয় নেতা স্বচ্ছ রাজনীতির রূপকার, মানবসেবা যার নেশা, নিরহংকার, মানবতার বন্ধু, অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠঃস্বর, গণমানুষের নেতা জননেতা ফায়েজুল ইসলাম লাঞ্জু যদিও চলে যাচ্ছেন আজ আমেরিকায় কিন্তু তিনি দলের টানে, দলের নেতা কর্মীদের টানে মাদারগঞ্জ বাসীর টানে ফের ২৮ অক্টোবর ফিরে আসবেন বলে আশ্বস্থ করেন যদিও তার পরিবার পরিজন সকলেই আমেরিকার মাটিতে ।
জামালপুর মাদারগঞ্জ বিএনপির নেতা জননেতা ফায়জুল ইসলাম লাঞ্জুর আমেরিকা গমণে নেতা কর্মীদের উপচে পড়া ভীড়
নুর এমডি চৌধুরী সম্পাদক-বার্তা বাংলাদেশ২৪ ডটকম