ভারতীয় শিল্পপতি টাটা গ্রুপের সাবেক চেয়ারম্যান রতন টাটা মারা গেছেন। গতকাল বুধবার রাতে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। খবর এনডিটিভির।
গত সোমবার হঠাৎ খবর ছড়ায় রতন টাটা হাসপাতালে ভর্তি হয়েছেন। কিন্তু পরে সামাজিক মাধ্যমে এক পোস্ট রতন টাটা নিজেই জানান, বয়সের কারণে তিনি নিয়মিত মেডিকেল চেকআপ করছেন। এরপর গতকাল টাটা সন্সের চেয়ারম্যান এন চন্দ্রশেখরণ এক বিবৃতিতে রতন টাটার মৃত্যুর খবর নিশ্চিত করেন।
১৯৩৭ সালের ২৮ ডিসেম্বর মুম্বাইয়ে পারসিক পরিবারে জন্মগ্রহণ করেন রতন টাটা। রতন টাটার যখন বয়স ১০ বছর তখন থেকেই তার মা-বাবা আলাদা হয়ে যান।
এদিকে রতন টাটার মৃত্যুতে শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স হ্যান্ডেলে রতন টাটার সঙ্গে একটি পুরোনো ছবি পোস্ট করে মোদী লিখেছেন,‘রতন টাটা ছিলেন একজন দূরদর্শী ব্যবসায়ী কর্ণধার। তার মন মমতায় পরিপূর্ণ ছিল এবং তিনি ছিলেন একজন অসাধারণ মানুষ। ভারতের অন্যতম পুরোনো এবং অন্যতম সেরা ব্যবসায়িক প্রতিষ্ঠানকে শক্তিশালী নেতৃত্ব দিয়েছেন রতন টাটা।
মুম্বাই, শিমলা হয়ে নিউইয়র্কের রিভারডেল কান্ট্রি স্কুলে পড়তে যান একসময় রতন টাটা। ১৯৫৯ সালে স্থাপত্য নিয়ে স্নাতকোত্তরে ভর্তি হন কর্নেল ইউনিভার্সিটিতে। লেখাপড়া শেষ করে কর্মজীবনে এসে রতন টাটা টাটা গ্রুপে ম্যানেজার পদে দায়িত্ব পান তিনি। ১৯৯১ সালে জেআরডি টাটা দায়িত্ব ছাড়লে রতন টাটাকে নিজের উত্তরাধিকারী ঘোষণা করেন। প্রথমে তাকে নিয়ে আপত্তি ছিল গ্রুপের ভেতরে; কিন্তু সময়ের সঙ্গে গ্রহণযোগ্যতা বেড়ে যায় তার।
যে ২১ বছর রতন টাটার হাতে টাটা গ্রুপের দায়িত্ব ছিল, তাতে গ্রুপের আয় বেড়ে হয় ৪০ গুণ, মুনাফা বাড়ে ৫০ গুণ। ২০১৭ সালে নটরাজন চন্দ্রশেখরণকে অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান ঘোষণা করা হয়। বয়সের সঙ্গে সঙ্গে সমাজসেবামূলক কাজেও নিজেকে আত্মনিয়োগ করেন রতন টাটা।
রতন টাটা ২০০০ সালে ‘পদ্মভূষণ’ ও ২০০৮ সালে ‘পদ্মবিভূষণ’ সম্মাননা পেয়েছিলেন।