গল্পে গল্পে
কাঁটিয়ে দিলাম এক জনম
কখন যে অপরাহ্ণের গোধূলি
কেড়ে নিয়ে গেছে জীবনের সাতরঙ
নুয়ে দিয়েছে স্বপ্নের পড়ন্ত বিকেলগুলো
তা যেনো ভাবাই মুশকিল।
রোজ সূর্য উঠে ভোর হয়
আঁধারের গায়ে লেপ্টে থাকা মানবকুল
আবার জেগে উঠে উদিত সূর্যের ন্যায়
এরই মাঝে কত কি!
অট্টালিকা, ঐশ্বর্য, প্রতিপত্তি, খ্যাতি,সুনাম
ক্ষণিক সময়ে বেঁধে দেয়া পৃথিবীর রূপ
অপরূপে গ্রাস করে চির জনমের সঞ্চয়কে
এই যে চোখ ধাধানো দিন
রোজ রোজ সূর্যের আলোর মতই রঙিন
পালক ভাঙ্গা হংস বলাকার মত
এক সময় মুখ থুবড়ে পড়ে যায়
মানুষের সাধ আর সাধ্য গুলো
ওইযে দেখছ আসমান নীল আসমান
তার উপর দন্ডায়মান সাত আসমান
একদিন আমরা সেখানেই ছিলাম
প্রভু চাইলেন যেন
আদি পিতার অপরাধ থেকে শিক্ষা নিয়ে
পাপ কূলসিত হয়ে ফের প্রত্যাবর্তন করি
কিন্তু হায়! লোভের বেড়াজালে
হিংসার থাবানলে আর অহংকারের দাপটে
দাপিয়ে কাটিয়ে দিলাম এক জনম
আজ জীবন সায়াহ্নে দাড়িয়ে দেখছি অতীত
যার শাখা প্রশাখা জুড়ে অসংখ্য ভেদাভেদ
ভাবনার আকাশটায় মেঘের ঘনঘটা
হৃদয়ে ঝড়ের উদ্বেগ।