বৃহস্পতিবার, জানুয়ারি ৯, ২০২৫
Homeঅন্যান্যটাঙ্গাইল শহরে পরিত্যক্ত ঘর থেকে যাত্রাপালার অভিনয়শিল্পীর লাশ উদ্ধার

টাঙ্গাইল শহরে পরিত্যক্ত ঘর থেকে যাত্রাপালার অভিনয়শিল্পীর লাশ উদ্ধার

ডেস্ক রিপোর্ট

টাঙ্গাইল শহরের নতুন বাসস্ট্যান্ডে পরিত্যক্ত ঘর থেকে গলায় পড়নের কাপড় পেঁচানো অবস্থায় আইয়ুব আলী (৪৭) নামে একজন যাত্রাপালার অভিনয়শিল্পীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

সুত্র মতে যাত্রাপালার এই অভিনয় শিল্পী বাসা থেকে বের হয়ে ফেরেনি যখন না ফিরছিলেন তখন তাকে খোজাখুজি করা শুরু করলে টাংগাইল নতুন বাসস্ট্যান্ডে এক পরিত্যক্ত ঘরে তার লাশ মিলে।

জানা যায়, নিহত ওই ব্যক্তির নাম আইয়ুব আলী (৪৭)। তিনি সদর উপজেলার ভবানীপুর পাতুলী এলাকার মৃত নছিম মিয়ার ছেলে।

পুলিশ জানায়, রোববার সকালে নতুন বাসস্ট্যান্ডে এলাকার মাইক্রোবাস স্ট্যান্ডের পিছনের একটি পরিত্যক্ত ঘর থেকে গলায় পড়নের কাপড় প্যাঁচানো অবস্থায় লাশ দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা ৷ খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে মর্গে পাঠায়।

নিহতের ছেলে অনিক মিয়া বলেন, ‘আমার বাবা গতকাল শনিবার সন্ধ্যায় কাজের কথা বলে বাসা থেকে বের হয়ে আর ফেরেনি। আজ সকালে আমার বাবার লাশ উদ্ধারের খবর পেয়ে হাসপাতালে আসি৷

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে টাঙ্গাইল সদর থানার ওসি তানবীর আহম্মেদ বলেন, নিহতের মুখে আঙ্গুলের ছাপ ও গলায় পড়নের কাপড় পেঁচানো ছিলো। ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে লাশ ফেলে রেখে যাওয়া হয়েছে।

- Advertisement -spot_img
আরও সংবাদ
- Advertisement -spot_img
এই বিভাগের অন্যান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here