বাংলাদেশের পাশাপাশি ভারতেও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা পালন করা হচ্ছে। এ পূজার উৎসবে মেতে উঠেছেন হিন্দু ধর্মাবলম্বীরা। পূজামণ্ডপে বিভিন্ন আয়োজনে নিজেদের প্রাণের এ উৎসব বরণ করে নিচ্ছেন তারা।
দেশটিতে হিন্দু সম্প্রদায়ের মানুষের সংখ্যা বেশি হওয়াতে সেখানে পূজা ঘিরে নেওয়া হয় নানান উদ্যোগ, যা দেখতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন হাজারও পর্যটক। আর বেশ কয়েকটি পূজামণ্ডপের প্যান্ডেলে দেখা গেছে বাংলাদেশের আলোচিত চিত্রনায়িকা পরীমনির ‘ফেলুবক্সী’। সদ্য অভিনিত মুক্তির প্রচারণা পোস্টার।
ফেলুবক্সী’ সিনেমা দিয়ে ওপার বাংলায় অভিষেক হতে যাচ্ছে চিত্রনায়িকা পরীমণি। এতে তার সঙ্গে জুটি বেঁধেছেন সোহম।
ভারতের পশ্চিমবঙ্গে ‘ফেলুবক্সী’ নামের এক সিনেমায় কাজ করেছেন ঢালিউড তারকা পরীমণি। টলিউডে এবারই প্রথমবারের মত কাজ করেছেন ঢালিউডের জনপ্রিয় এই অভিনেত্রী।
জানা গেছে, ‘ফেলুবক্সী’ সিনেমার শুটিং ও ডাবিং শেষ। শুরু হয়েছে মুক্তির প্রচারণা। এ জন্য বেছে নেওয়া হয়েছে এই দুর্গা উৎসব। কলকাতার বিভিন্ন পূজামণ্ডপ থেকে শুরু করে অলি-গলিতে জানানো হচ্ছে যে, ফেলুবক্সী মুক্তি পাবে শিগগিরিই।
দেবরাজ সিনহা পরিচালিত ‘ফেলুবক্সী’ সিনেমায় পরীমণি অভিনয় করেছেন লাবণ্য চরিত্রে। এতে তার সহশিল্পী টালিউডের সোহম চক্রবর্তী ও মধুমিতা সরকার। থ্রিলার ঘরানার এই সিনেমায় ফেলুবক্সীর ভূমিকায় অভিনয় করেছেন সোহম। মধুমিতাকে দেখা যাবে দেবযানী চরিত্রে। এতে আরো অভিনয় করেছেন শতাফ ফিগার, সৃজিত আয়ুষ্মান সরকার প্রমুখ। ছবির সংগীত পরিচালনা করেছেন অদিতি বসু ও অম্লান চক্রবর্তী। সিনেমাটি পূজার পর মুক্তির কথা রয়েছে।
কলকাতার এই সিনেমা ছাড়াও দেশে মুক্তির অপেক্ষায় রয়েছে পরীমণি অভিনীত ওয়েব ফিকশন ‘রঙিলা কিতাব’। এটি পরিচালনা করেছেন ‘দেবী’ ছবির পরিচালক অণম বিশ্বাস।