যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নিয়ে আলোচনার একপর্যায়ে বলেছেন, পৃথিবীতে কেয়ামত বা ধ্বংসযজ্ঞের শুরুই হবে মধ্যপ্রাচ্যে’ এই বক্তব্যের পক্ষে প্রমাণ হিসেবে নবীদের কথা টেনেছেন তিনি।
শুক্রবার মার্কিন পডকাস্টার জো রোগানের এক অনুষ্ঠানে এ কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। শনিবার সেটি সামাজিক মাধ্যমে প্রচার করা হয়। ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুসালেম পোস্টের প্রতিবেদনে বলা হয়, পডকাস্টে ট্রাম্প বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। বিশেষ করে তিনি প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিসের সমালোচনামুখর ছিলেন। একপর্যায়ে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ইস্যু আলোচনায় উঠে আসে।
ট্রাম্প জানান, তিনি এই অঞ্চল সম্পর্কে নবীদের ভবিষ্যদ্বাণী বিশ্বাস করেন। তিনি দাবি করেন, এটি এমন এক অঞ্চল যেখান থেকে বিশ্বের ধ্বংসযজ্ঞ বা কেয়ামত শুরু হবে।
ট্রাম্প উপস্থাপকের উদ্দেশ্যে বলেন, নবীরা স্পষ্টভাবে বলেছেন- মধ্যপ্রাচ্যেই পৃথিবী শেষ হয়ে যাবে। আপনি নিশ্চয়ই জানেন, পাল্টা প্রশ্নও ছুড়ে দেন সাবেক এই প্রেসিডেন্ট।