বৃহস্পতিবার, জানুয়ারি ৯, ২০২৫
Homeজাতীয়বাধা সত্ত্বেও চট্টগ্রামে সনাতন জাগরণ মঞ্চের সমাবেশ

বাধা সত্ত্বেও চট্টগ্রামে সনাতন জাগরণ মঞ্চের সমাবেশ

ডেস্ক রিপোর্ট

চট্টগ্রাম নগরের চেরাগী পাহাড় মোড়ে সনাতন জাগরণ মঞ্চের প্রতিবাদ সমাবেশ হিন্দু সম্প্রদায়ের লোকজনের। ছবি: সংগৃহীত
চট্টগ্রাম নগরের চেরাগী পাহাড় মোড়ে সনাতন জাগরণ মঞ্চের প্রতিবাদ সমাবেশ করেন হিন্দু সম্প্রদায়ের লোকজন। ওই সমাবেশে আসার পথে বাধা দেয়ার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার বিকেলের সমাবেশে যোগ দিতে যাওয়ার সময় জামালখান মোড়, আন্দরকিল্লা ও বৌদ্ধমন্দির মোড়ে এ বাধা দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে বাধা ঠেলে সমাবেশে যোগ দেন তারা।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের চেরাগী পাহাড় মোড়েও বেলা তিনটা পর্যন্ত সমবেত লোকজনকে রাস্তার এক পাশে আটকে রাখতে দেখা যায়। ধীরে ধীরে লোক সমাগম বাড়তে থাকে। এক পর্যাঢে বাধা উপেক্ষা করে চেরাগী পাহাড় মোড়ের চত্বরে অবস্থান নেয় লোকজন। এসময় তারা স্লোগান দেন।

সমাবেশ থেকে এক বক্তব্যে স্বতন্ত্র গৌরাঙ্গ দাস ব্রহ্মচারী বলেন, ‘আমরা শান্তিপূর্ণ সমাবেশ করতে সমবেত হয়েছি। কিন্তু নগরের জামালখান, আসকারদীঘির পাড়, নন্দনকানন ও আন্দরকিল্লা এলাকায় লোকজনকে সমাবেশে আসতে বাধা দেয়া হচ্ছে। যদি মিছিল আসতে দেয়া না হয় তাহলে আমরা মিছিল নিয়ে গিয়ে বিভিন্ন স্থানে আটকে দেয়া লোকজনকে নিয়ে আসব।’

এ ব্যাপারে নগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) লিয়াকত আলী খান বলেন, প্রশাসনিক নির্দেশনা ছিল চেরাগীতে সভা-সমাবেশ হবে না আজ। তবে পরে বাধা ঠেলে লোকজন চলে আসে।

এদিকে, সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসসহ ১৯ জনের বিরুদ্ধে বুধবার নগরের কোতোয়ালি থানায় রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়। দুই মাস ধরে সনাতন জাগরণ মঞ্চ ৮ দফা দাবিতে আন্দোলন করে আসছে। এর অংশ হিসেবে ২৫ অক্টোবর লালদীঘি মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়। ওই সমাবেশ থেকে যাওয়ার সময় নিউমার্কেট এলাকায় জাতীয় পতাকার অবমাননার অভিযোগে মামলাটি করেন নগরের মোহরা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. ফিরোজ খান।

- Advertisement -spot_img
আরও সংবাদ
- Advertisement -spot_img
এই বিভাগের অন্যান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here