বৃহস্পতিবার, জানুয়ারি ৯, ২০২৫
Homeগণমাধ্যমতুমি এলে

তুমি এলে

কবি মাগবুবুর রহমান কিং আব্দুল আজিজ রোড,তাখাসুসি ডিপ্লোমেটিক কোয়ার্টার,রিয়াদ সৌদি আরব

তুমি এলে পড়ন্ত বিকেলে
কাঁচাসোনা রোদ্দুর পুবে ঠেলে।
আঁধার নামতেই হারিয়ে গেলে
আমায় শুধু একা ফেলে।

তোমার মতো করে কেউ ভালোবাসেনি
আমার কষ্টে কারোরই আর বুক ভাসেনি।
কেউ যত্নে আগলে রাখেনি তোমার মত
কেউ আর গল্প করেনি রোজ সহস্র শত।

তুমি আমার পথ আগলে দাঁড়াতে
ভালোবেসে ঐ দুটি হাত বাড়াতে।
চেষ্টা করতে মম দু চোখের লজ্জা তাড়াতে
আচমকা এসে তুমি ফের হঠাৎ ই হারাতে।

তুমি এলে লক্ষ বাঁধা পেছনে ফেলে
তুমি এলে শত মানুষের ভিড় ঠেলে।
তুমি তাকালে মোর পানে চোখ মেলে মনের অজান্তেই গুনগুন গান গেলে।

তোমার হাসি মোহনবাঁশি কানে বাজে
তোমায় ভাবি আমি কবি থেকেও কাজে।
আমি চিকন সূঁতো তোমার শাড়ির ভাঁজে
খুব ইচ্ছে ছিল দেখতে তোমায় বধূ সাজে।

তুমি আজ কাছে নেই যে পানি ছিঁটে দেবে
তাই ঝরণায় গোসল করি তোমায় ভেবে।
কখনো বৃষ্টিতে ভিঁজি দুচোখ বন্ধ
তবুও পাইনা খুঁজে কবিতার ছন্দ।

তোমার মুচকি হাসি আর লাজুক চাহনিটা
পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গিয়েছে সবকটা
কোমল হাত চিরল দাঁত সবই আজ মিছে
আমি শুধু পড়ে রইলাম মরীচিকার পিছে।

- Advertisement -spot_img
আরও সংবাদ
- Advertisement -spot_img
এই বিভাগের অন্যান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here