তুমি চাও নির্জন
আমি চাই কোলাহল
সোজা পথে গেলে ভাব
নাই মোর বাহুবল
জোৎস্নার সিড়ি বেয়ে যেতে চাই
হটাৎ ওইখানে দেখা যদি পাই ।——
নির্লিপ্ত আঁখি দুটি পলকে কাঁদায়
সমুদ্র সফেনসম নিত্য হারায় ;
দেহে বল নেই চোখে নেই ঘুম
অঢেল ধনরত্নে পড়ে যায় ধুম…..
সময় বয়ে যায় নিয়মের বেড়াজালে
নির্জন বেলাভূমি অস্তায়ীত মহাকালে।—-