ভারতের জাতীয় পুরস্কারপ্রাপ্ত নির্মাতা মানসমুকুল পাল বিপ্লবী দীনেশ গুপ্তর জীবন কাহিনি অবলম্বনে নির্মান করবেন পূর্ণদৈর্ঘ্য সিনেমা।
সিনেমাটির প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়ে গেছে বলে জানা গেছে। বছর কয়েক আগেই কাজটি শুরু করতে চেয়েছিলেন মানস মুকুল। কিন্তু নানা কারণে যদিও শুরু করতে বিলম্ব ঘটেছে তবে এবার শুরু করছেন নিশ্চিত।
জানা গেছে, এতে অভিনয় করবেন মিঠুন চক্রবর্তী আর তার বিপরীতে দেখা যাবে নন্দিত অভিনেত্রী আফসানা মিমিকে।
পরিচালক ভারতীয় গণমাধ্যমে বলেন, “আসলে হুমায়ুন আহমেদের যে উপন্যাস অবলম্বনে চিত্রনাট্য লেখা শুরু করছি তাতে বাংলাদেশের অনেক জায়গার উল্লেখ থাকবে। সেই কারণেই ঢাকা, কিশোরগঞ্জ-সহ একাধিক ঐতিহ্যবাহী জায়গায় যাওয়ার কথা। যদি জায়গাগুলো দেখা থাকে তবেই তার সঠিক উপলব্ধি আমার মধ্যে থাকবে। আর আমি চিত্রনাট্য সেভাবে লিখতে পারব।”
কিন্তু গণ অভ্যুত্থানের পর বাংলাদেশে এখন যে পালাবদলের সরকার। সেখানে শুটিং করতে কি তিনি পারবেন পারবেন, এমন প্রশ্নে উত্তরে নির্মাতা বলেন, তিনি পারবেন।
নির্মাতা আরও জানান, “আমি এখন সবেমাত্র চিত্রনাট্য লেখার কাজে হাত দিয়েছি। তার আগে আমার তিনটি ছবির লাইন-আপ রয়েছে। সেই কাজ শেষ করবো তারপর এই নতুন কাজটি শুরু করতে পারব। ততদিনে শুটিং নিশ্চয়ই করতে পারব সেখানে”।
উল্লেখ্য, ‘সহজ পাঠের গপ্পো’র সাফল্যের পর কলকাতার প্রায় প্রত্যেকটা প্রযোজনা সংস্থা থেকেই ছবি তৈরি করার প্রস্তাব পেয়েছেন মানস। তবে পরিচালকের পাখির চোখ দীনেশ গুপ্তর বায়োপিক। বার বার বাধা এসেছে। শুধু টাকার জন্য নয়, কখনও প্রকৃতির সঙ্গে, কখনও আবার নিয়তির সঙ্গে লড়াই করতে হয়েছে মানসকে।
২০২০ সালেই শুটিং শুরু করার কথা ছিল। কিন্তু শুটিংয়ের ঠিক চার দিন আগেই বিপত্তি। সারা দেশে লকডাউন। সমস্ত কিছু ওলটপালট হয়ে যায়। মানসের এই ছবিতেই কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের অভিনয়ের কথা ছিল। কিন্তু কোভিড কালেই প্রাণ হারান অভিনেতা। কিন্তু দীনেশ গুপ্তর গল্প বড়পর্দায় তুলে ধরতে বদ্ধপরিকর মানস। সেই সঙ্গে নতুন কাজগুলোও চালিয়ে যাচ্ছেন সমান্তরালভাবে।