বুধবার, জানুয়ারি ৮, ২০২৫
Homeগণমাধ্যমমুর্খের সাথে কখনো তর্কে যেওনা

মুর্খের সাথে কখনো তর্কে যেওনা

জানা অজানার গল্প

একদিন গাধা বাঘকে বলল — “ঘাসের রং নীল। ”
বাঘ উত্তর দিল — “না, ঘাসের রং সবুজ। ”
কিছুক্ষনের মধ্যেই দু’জনের আলোচনা তুমুল তর্কে পরিণত হলে, তারা জঙ্গলের রাজা সিংহের কাছে বিচারের জন্য উপস্থিত হল।

রাজদরবারে সিংহের কাছে পৌঁছানোর আগেই গাধা ডাক ছাড়তে শুরু করে দিল — ” মহারাজ, আপনিই বলুন ঘাসের রং নীল কি না?”
সিংহ উত্তর দিল — ” হ্যাঁ, ঘাসের রং নীল।”

গাধা তাড়াতাড়ি সিংহের কাছে পৌঁছালো এবং বলতে থাকল —” বাঘ আমার কথা মানছে না, তর্ক করছে এবং আমাকে বিরক্ত করছে। ওকে শাস্তি দিন।”
সিংহ তখন ঘোষণা করল –” বাঘকে ৫ বছরের জন্য মৌন থাকার শাস্তি দেওয়া হল।”
গাধা খুশিতে লাফাতে লাগল এবং বলতে বলতে চলে গেল — ” ঘাসের রং নীল, ঘাসের রং নীল।”

বাঘ শাস্তি মেনে নিল, কিন্তু সিংহকে জিজ্ঞাসা করল —” মহারাজ, আপনি আমায় শাস্তি দিলেন কেন যখন ঘাসের রং সত্যিই সবুজ।”
সিংহ বলল —” ঠিক, ঘাসের রং সবুজ।”
বাঘ জিজ্ঞাসা করল —” তাহলে আপনি আমায় শাস্তি দিলেন কেন?”
সিংহ উত্তর দিল —” তোমাকে শাস্তি দেওয়ার সাথে ঘাসের রং সবুজ না নীল, সেই প্রশ্নের কোনো সম্পর্ক নেই। তোমাকে শাস্তি দিয়েছি কারণ তোমার মত সাহসী, বুদ্ধিমান প্রাণী একটা গাধার সাথে তর্ক করে সময় নষ্ট করেছ এবং এইরকম একটা বাজে কারণে আমার কাছে এসে আমার সময় নষ্ট করেছ।”

- Advertisement -spot_img
আরও সংবাদ
- Advertisement -spot_img
এই বিভাগের অন্যান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here