গত ৩ দিনেই পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার কুররম জেলায় সম্প্রতি তিন দিনের তীব্র সাম্প্রদায়িক সহিংসতায় অন্তত ৮২ জন নিহত ও ১৫৬ জন আহত হয়েছে। এই রক্তক্ষয়ী সংঘাত পাকিস্তানের সাম্প্রদায়িক বিভাজনের চিত্র উঠে এসেছে।
গত বৃহস্পতিবার (২১ নভেম্বর) থেকে এই সংঘাত শুরু হয়। উল্লেখ্য শিয়া সম্প্রদায়ের দু’টি পৃথক দল (কাফেলা) পুলিশের নিরাপত্তার মধ্যেই ভ্রমণকালে হামলার শিকার হয়। এই হামলায় অন্তত ৪৩ জন নিহত হয়। ঘটনাটি শিয়া ও সুন্নি সম্প্রদায়ের মধ্যে তীব্র বন্দুকযুদ্ধের সূচনা হয় যা পরবর্তী দুই দিন ধরে চলতে থাকে।
কুররম জেলা শিয়া-অধ্যুষিত এলাকা হলেও পাকিস্তান মূলত একটি সুন্নি-মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। শিয়া-সুন্নি দুই সম্প্রদায়ের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা ও সংঘাত বিরাজমান। সরকারি সূত্র জানিয়েছে, নিহতদের মধ্যে ১৬ জন সুন্নি সম্প্রদায়ের এবং ৬৬ জন শিয়া সম্প্রদায়ের সদস্য ছিলেন।
প্রদেশের আইনমন্ত্রী আফতাব আলম আফ্রিদি রবিবার জানিয়েছেন, “আমাদের আজকের প্রধান অগ্রাধিকার হলো উভয় পক্ষের মধ্যে একটি যুদ্ধবিরতি স্থাপন করা। একবার এটি সম্ভব হলে, আমরা সমস্যার মূলে পৌঁছাতে পারব