বৃহস্পতিবার, জানুয়ারি ৯, ২০২৫
Homeঅন্যান্যবাংলাদেশে শাখার দায় না নিলেও চিন্ময়ের ‘পাশে দাঁড়ানোর’ ঘোষণা মুল ইসকনের

বাংলাদেশে শাখার দায় না নিলেও চিন্ময়ের ‘পাশে দাঁড়ানোর’ ঘোষণা মুল ইসকনের

ডেস্ক রিপোর্ট

ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনশাসনেস— ইসকনের বাংলাদেশ শাখা বিতর্কিত পণ্ডিত চিন্ময় কৃষ্ণ দাসের কোনো কিছুর দায় নেবে না বলে জানিয়েছে। ইসকনের বাংলাদেশ শাখা বলেছে, তাকে সংগঠন থেকে আগেই বহিস্কার করা হয়েছে। তাই তার কোনো কিছুর দায় তাদের নেই।

তবে বাংলাদেশ শাখা দায় না নিলেও ইসকনের প্রধান শাখা বিতর্কিত এই হিন্দু পণ্ডিতের পাশ দাঁড়ানোর ঘোষণা দিয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম উইন জানিয়েছে, বৃহস্পতিবার (২৮ নভেম্বর) চিন্ময়কে নিয়ে মাইক্রো ব্লগিং সাইট এক্সে একটি পোস্ট করেছে ইসকন। এতে তারা বলেছে, “ইসকন.আইএনসি শ্রী চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে আছে। সব ভক্তের নিরাপত্তার জন্য আমরা ভগবান কৃষ্ণের কাছে প্রার্থনা করি।”

এর আগে ইসকনের বাংলাদেশ শাখা বলেছিল, যেহেতু তাকে বহিষ্কার করা হয়েছে তাই তাদের পক্ষ হয়ে চিন্ময় দাসের কিছু বলার নেই।

- Advertisement -spot_img
আরও সংবাদ
- Advertisement -spot_img
এই বিভাগের অন্যান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here