গ্রাম পর্যায়ে সরকারের বিভিন্ন সেবাপ্রাপ্তি এবং সমবায় মডেল গ্রাম প্রতিষ্ঠার উদ্দেশ্যে আওয়ামী লীগ সরকারের আমলে একটি প্রকল্প নেয় পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ। সমবায় অধিদপ্তরের বাস্তবায়নাধীন ‘বঙ্গবন্ধুর গণমুখী সমবায় ভাবনার আলোকে বঙ্গবন্ধু মডেল গ্রাম প্রতিষ্ঠা পাইলট’ শীর্ষক সে প্রকল্পটি শেষ হওয়ার কথা চলতি বছরের জুনে। এরই মধ্যে অর্ধেকের বেশি কাজ শেষ হয়ে গেছে। তবে পরিবর্তিত পরিস্থিতিতে প্রকল্পের নাম পরিবর্তনের সুপারিশ করেছেন প্রকল্প এলাকার স্থানীয়রা। তাদের দাবির পরিপ্রেক্ষিতে এবং অবশিষ্ট কাজ শেষ করতে বঙ্গবন্ধুর নাম বাদ দিতে প্রকল্পের নাম পরিবর্তনের প্রস্তাব করেছে বাস্তবায়নকারী সংস্থা।
সম্প্রতি প্রকল্পটির নাম পরিবর্তনের জন্য পরিকল্পনা কমিশনে প্রস্তাব পাঠিয়েছে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ। সংস্থাটির প্রস্তাবে বলা হয়েছে, পরিবর্তিত প্রেক্ষাপটে স্থানীয় পর্যায় থেকে প্রকল্পের নাম পরিবর্তনের সুপারিশ করা হয়। প্রকল্পের নাম পরিবর্তন না হওয়ায় বর্তমান বছরের বাকি কার্যক্রম সমাপ্ত করা সম্ভব হচ্ছে না। প্রকল্পটি জনগণের আর্থসামাজিক উন্নয়ন ও গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টির উদ্দেশ্যে গ্রহণ করা হয়েছে। নির্ধারিত সময়ে প্রকল্পের কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে নাম পরিবর্তন করা আবশ্যক।
প্রস্তাবনায় আরও বলা হয়, ২০২১ সালের জুনে শুরু হওয়া প্রকল্পটি শেষ হওয়ার কথা চলতি বছরের জুনে। প্রকল্পটি সুষ্ঠু ও সুন্দরভাবে বাস্তবায়নের স্বার্থে উপরোল্লিখিত বিষয়গুলো বিবেচনা করে প্রকল্প এবং স্থানীয় জনগণের স্বার্থে ‘বঙ্গবন্ধুর গণমুখী সমবায় ভাবনার আলোকে বঙ্গবন্ধু মডেল গ্রাম প্রতিষ্ঠা পাইলট’ প্রকল্পের নাম পরিবর্তন করে ‘সমবায় মডেল গ্রাম প্রতিষ্ঠা পাইলট’ প্রকল্প নামকরণ প্রয়োজন।
এ ছাড়া, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা সমবায় অধিদপ্তরের বাস্তবায়নাধীন এ প্রকল্পের নাম পরিবর্তনের উদ্যোগ গ্রহণের জন্য গত ২৩ অক্টোবর নির্দেশনা দিয়েছেন। এ অবস্থায় আলোচ্য প্রকল্পের নাম পরিবর্তনের বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
নাম পরিবর্তনের বিষয়ে প্রকল্প পরিচালক মোহম্মদ হেলাল উদ্দিন কালবেলাকে বলেন, মন্ত্রণালয়ের কিছু কর্মকর্তা প্রকল্প এলাকা পরিদর্শনে গেলে স্থানীয়রা নাম পরিবর্তনের সুপারিশ করেন। সেই পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয় থেকে প্রকল্পের নাম পরিবর্তনের নির্দেশনা দেওয়া হয়। পরে মন্ত্রণালয়ের নির্দেশনা পেয়ে নাম পরিবর্তনের জন্য পরিকল্পনা কমিশনে প্রস্তাব করা হয়েছে। তিনি বলেন, এরই মধ্যে প্রকল্পের অনেক কাজ শেষ হয়েছে, বাকি কাজ না করে ফেলে রাখা ঠিক হবে না, তাই অবশিষ্ট কাজ শেষ করার জন্য নাম পরিবর্তন করা হচ্ছে।
জানা গেছে, প্রকল্পটির আওতায় এরই মধ্যে প্রতিটি গ্রামে একটি করে মোট ১০টি মডেল গ্রাম সমবায় সমিতি গঠন করা হয়েছে, ১০টি সমবায় সমিতিতে ৪ হাজার ৯০০ জনকে সদস্যভুক্ত করা হয়েছে, ৫ হাজার জনকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হয়েছে, ১৭টি দপ্তরের বিভিন্ন সেবাপ্রাপ্তির সহায়তার জন্য ১২ হাজার ৬০০ জনকে উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। প্রকল্পের ৮টি উপজেলায় ১২টি প্রদর্শনী মৎস্য খামার করা হয়েছে। গ্রামভিত্তিক কমিউনিটি ভবন নির্মাণকাজ শেষ হয়েছে ৭৫ শতাংশ। গত ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রকল্পের আওতায় খরচ হয়েছে ৩২ কোটি ৮৫ লাখ ৮৯ হাজার টাকা। অর্থাৎ মোট ব্যয়ের ৫৮ দশমিক ০৯ শতাংশ টাকা খরচ করা হয়েছে।