সোমবার, ফেব্রুয়ারি ২৪, ২০২৫
Homeঅন্যান্যবঙ্গবন্ধু ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের দাবিতে গাজীপুরে রেললাইন অবরোধ

বঙ্গবন্ধু ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের দাবিতে গাজীপুরে রেললাইন অবরোধ

অনলাইন ডেস্ক রিপোর্ট

বঙ্গবন্ধু ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের দাবিতে গাজীপুরে রেললাইন অবরোধ করেছে শিক্ষার্থীরা। সেকারণে ঢাকা ও দেশের উত্তরাঞ্চলের মধ্যে রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) ২০২৫ বঙ্গবন্ধু ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে বাংলাদেশ ডিজিটাল বিশ্ববিদ্যালয় করার দাবিতে গাজীপুরের কালিয়াকৈর হাই-টেক রেলস্টেশন এলাকায় রেললাইন অবরোধ করে রাখে শিক্ষার্থীরা।
আজ (২৪ ফেব্রুয়ারি) সকাল ৯টা ১৫ মিনিটের দিকে তারা রেলপথ অবরোধ করে ঢাকা ও দেশের উত্তরাঞ্চলের মধ্যে রেল যোগাযোগ বন্ধ করে দেয়। “জয়দেবপুর-যমুনা রুটে ট্রেন চলাচল স্থগিত করা হয়েছে। অবরোধের কারণে বুড়িমারী এক্সপ্রেস ট্রেন মৌচাক স্টেশনে আটকে আছে, যার ফলে যাত্রীদের অসুবিধা হচ্ছে,” হাই-টেক রেলওয়ে স্টেশনের টিকিট বুকিং অফিসার মোঃ আলম বলেন।
শিক্ষার্থীরা জানান, গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে বঙ্গবন্ধু ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের (বিডিইউ) নাম পরিবর্তন করে গাজীপুর ডিজিটাল বিশ্ববিদ্যালয় করা হয়েছে।  তারা বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে বাংলাদেশ ডিজিটাল বিশ্ববিদ্যালয় করার দাবি জানান। “গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি নামটি স্পষ্টভাবে বিশ্ববিদ্যালয়ের মর্যাদা এবং পরিচয়কে প্রতিফলিত করে না। আমরা চাই বিশ্ববিদ্যালয়টিকে বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি হিসেবে স্বীকৃতি দেওয়া হোক, যা এটিকে একাডেমিক ও প্রযুক্তিগত উন্নয়নের জন্য একটি জাতীয় প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠা করবে,” বলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার হোসেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।
১৩ ফেব্রুয়ারি, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করে বিশ্ববিদ্যালয়ের নাম গাজীপুর ডিজিটাল বিশ্ববিদ্যালয় ঘোষণা করে।  এরপর থেকে নাম পরিবর্তন করে বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি করার দাবিতে শিক্ষার্থীরা মানববন্ধন, বিক্ষোভসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। 
শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কে মানববন্ধন করে শিক্ষার্থীরা। চলমান আন্দোলনের অংশ হিসেবে আজ সকাল ৯টা থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করে। পরে তারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন থেকে বিক্ষোভ মিছিল করে রেললাইন অবরোধ করে।  অবরোধ শুরু করার কিছুক্ষণ পর, শিক্ষার্থীরা সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে সিরাজগঞ্জ এক্সপ্রেসটিকে যেতে দেয় কারণ ট্রেনে বেশ কয়েকজন রোগী ছিলেন এবং তাদের স্বজনরা শিক্ষার্থীদের কাছে এটি পাস করতে অনুরোধ করেন।  এরপর রেললাইনে বসে অবরোধ অব্যাহত রাখে শিক্ষার্থীরা। জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার হানিফ আলী বলেন, “শিক্ষার্থীরা তাদের দাবিতে চাপ দিতে রেললাইন অবরোধ করেছে। তারা কিছুক্ষণ সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি আটকে রাখলেও পরে তা পার হতে দেয়। তবে ওই রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।”
- Advertisement -spot_img
আরও সংবাদ
- Advertisement -spot_img
এই বিভাগের অন্যান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here