বুধবার, এপ্রিল ২৩, ২০২৫
Homeঅন্যান্যজাগো নারী ফাউন্ডেশনের চেয়ারপার্সন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন নূর উন নাহার মেরীর ফ্লোরিডা...

জাগো নারী ফাউন্ডেশনের চেয়ারপার্সন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন নূর উন নাহার মেরীর ফ্লোরিডা শাখায় শুভ জন্মদিন পালন

অনলাইন ডেস্ক রিপোর্ট

জাগো নারী ফাউন্ডেশন “ফ্লোরিডা শাখার পক্ষ হতে অত্র ফাউন্ডেশন এর সম্মানিত প্রতিষ্ঠাতা চেয়ারপার্সন ও সভাপতি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সংগঠক নূর উন নাহার মেরীর শুভ জন্মদিন পালন করা হয়।

২১ এপ্রিল ছিল নূর উন নাহার মেরীর জন্ম বার্ষিকী। জাগো নারী ফাউন্ডেশনের যুক্তরাষ্ট্র শাখার সম্মানিত সভাপতি নাসিমা আক্তার রোজী ও সাধারণ সম্পাদক সানজিদা আহসান স্মৃতির নেতৃত্বে আয়োজনটি সুসম্পন্ন হয়।
অনুষ্ঠানটি পরিচালনা করেন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাজিদ আহসান। আলোচনা পর্বের পরে নৈশভোজের মাধ‍্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষনা করা হয়।
উক্ত আলোচনা সভা ও নৈশভোজ অনুষ্ঠানে উপস্থিত থেকে নূর উন নাহার মেরী প্রাণবন্ত হোন আন্তরিক ধন‍্যবাদ ও অভিনন্দন জ্ঞাপন করেন জাগো নারী ফাউন্ডেশনের যুক্তরাষ্ট্র শাখার কেন্দ্রিয় কমিটি ও ফ্লোরিডা শাখা কমিটির সকল নেতৃবন্দ তথা আয়োজক বৃন্দের প্রতি।
প্রাণান্তকর আশীর্বাদ জ্ঞাপন করেন সকলের প্রতি তার নিজ হাতে গড়া জাগো নারী ফাউন্ডেশনের সকল কর্মকর্তা ও সকল সদস্যদের প্রতিপরিশেষে সবাই ভালো থাকুক সুস্থ থাকুক সুন্দর ও নিরাপদে থাকুক এই প্রত্যাশা রেখেই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
- Advertisement -spot_img
আরও সংবাদ
- Advertisement -spot_img
এই বিভাগের অন্যান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here