মঙ্গলবার, অক্টোবর ৭, ২০২৫
Homeআর্ন্তজাতিকগুলিস্তান (Gulistan) নামকরণের ইতিহাস

গুলিস্তান (Gulistan) নামকরণের ইতিহাস

অনলাইন ডেস্ক রিপোর্ট

Gulistan” (গুলিস্তান), যার অর্থ ‘ফুলের বাগান’—তবে কাঙ্খিত কোনো বাগান এই এলাকায় ছিল না।

এলাকাটি এ নাম পেয়েছিল গুলিস্তান সিনেমা হল থেকে, যা ১৯৫৩ সালে খুলেছিল। এটি ছিল ঢাকার প্রথম আধুনিক এয়ার- কন্ডিশন্ড (AC) থিয়েটার, যেটি তখনকার Liberty নামে পরিচিত ছিল। ইতিহাসবিদ ও একাধিক তথ্যসূত্র বলে:
> “Gulistan derives its name from a cinema hall named for the Persian word … built by businessman Khan Bahadur Fazle Dosani … inaugurated in 1953”

“Gulistan was established in 1953 … this was the country’s first air-conditioned theater … people started calling the area after the name of the theater”
গুলিস্তান নামটি এসেছে একটি সিনেমা হল থেকে, যার নামকরণ করা হয়েছিল পারস্য শব্দ ‘গুলিস্তান’ (অর্থাৎ গোলাপ বাগান) থেকে। এটি নির্মাণ করেছিলেন ব্যবসায়ী খান বাহাদুর ফজলে দোসানি। হলটি উদ্বোধন করা হয় ১৯৫৩ সালে।
সরকারি নাম বা অফিসিয়াল স্ট্যাটাস:-
প্রশাসনিকভাবে এই জায়গার নিবন্ধিত নাম হলো Bangabandhu Avenue (বঙ্গবন্ধু এভিনিউ)। কিন্তু জনমুখে ও দৈনন্দিন ব্যবহার হিসেবে “গুলিস্তান” বহুল ব্যবহৃত।
কিন্তু বাস্তবে গুলিস্তান নামে কোন জায়গার অস্তিত্ব নেই।
তবে পূর্বে এই জায়গার নাম ছিল “জিন্নাহ এভিনিউ “
উল্লেখযোগ্য স্থান ও স্থাপত্য
– গুলিস্তান সিনেমা হল :-
ঢাকার প্রথম এয়ার-কন্ডিশন্ড থিয়েটার, যা পুরনো “Liberty” নামে পরিচিত ছিল। স্থানীয় সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে এটি গড়ে উঠেছিল ১৯৫০-৬০-এর দশকে।
২০০৫ সালে এটি ধ্বংস হয়ে যায়।গো
লাপ শাহ মাজার (Golap Shah Mazar)
গুলিস্তানের মাঝখানে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ মাজার, যেখানে শত শত মানুষ ভক্তি সহকারে জায়গাটি পরিদর্শন করে।

– Fulbaria Bus Station (Gulistan Bus Stand)
গুলিস্তানের একটি প্রধান বাস টার্মিনাল, যা পূর্বে Fulbaria রেলস্টেশনের স্থলে তৈরি। এটি শহরের অন্যতম ঘনীভূত পরিবহন কেন্দ্র।
– অন্যান্য উল্লেখযোগ্য স্থাপনাসমূহ
এখানে অবস্থিত: Bangabandhu National Stadium, General Post Office (GPO), Dhaka South City Corporation (Nagar Bhaban), National Book Centre, Mohanagar Natyamancha, Hall Market, Pir Yameeni Market, Khaddar Bazaar, Gulistan Underground Market ইত্যাদি।
ঐতিহাসিক যুগোচিত বিবরণ: গুলিস্তান কেমন ছিল বাকি যুগগুলোতে?
মোগল আমল: ঐতিহাসিক কোনো তথ্য মোগল আমলে গুলিস্তান নামে পরিচিত ছিল না এবং সম্ভবত এটি গ্রামীণ বা খামারি জমি ছিল—সরাসরি তথ্য পাওয়া যায়নি।
ব্রিটিশ আমল: গুলিস্তান নাম এখনও ব্যবহৃত হতো না; ঢাকার অন্য জায়গাগুলোর মতো এটি আধুনিকায়নের আগে একটা সাধারণ ভূমি/ভাবুক বাজার বা বসতি ছিল।

পাকিস্তান আমল (1950-60):
গুলিস্তান সিনেমা হল ১৯৫২/৫৩ সালে চালু হয়।
এটি দ্রুত এলাকা ও সমগ্র ঢাকায় সাংস্কৃতিক আকর্ষণীয় কেন্দ্র হিসেবে উঠেপড়ে বসে।
সংক্ষিপ্ত সারসংক্ষেপ :-নামকরণ: গুলিস্তানের নাম এসেছে সিনেমা হল Gulistan Cinema Hall থেকেএটি ১৯৫৩ সালে খোলা ঢাকার প্রথম এয়ার-কন্ডিশন্ড থিয়েটার।
সরকারি নাম: বৈধভাবে পদতলে নামে পরিচিত Bangabandhu Avenue, কিন্তু মানুষ এখনও “Gulistan” নামটাই বেশি ব্যবহার করে।

গুরুত্বপূর্ণ স্থান:গোলাপ শাহ মাজারF
ulbaria Bus Station
বিভিন্ন বাজার ও গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা (মহানগর নাট্যমঞ্চ, GPO, স্টেডিয়াম ইত্যাদি)
ঐতিহাসিক পর্যায়:
মোগল ও ব্রিটিশ আমলে নাম ও সাংস্কৃতিক গুরুত্ব কম ছিল।

পাকিস্তান আমলে 1950’s–60’s এ সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে আবির্ভাব ঘটে।

English:
> Gulistan, Dhaka: Its Name, History & Heritage
The name “Gulistan” originated from Dhaka’s first air-conditioned cinema hall (opened in 1953), the Gulistan Cinema Hall. Over time, the area became known by this name, despite its official title being Bangabandhu Avenue.
Gulistan houses important landmarks like Golap Shah’s shrine, Fulbaria Bus Station, Nagar Bhaban, National Stadium, GPO, and various markets. Historically unremarkable during the Mughal and British eras, Gulistan emerged as a cultural and commercial hub during Pakistan-era Dhaka.
- Advertisement -spot_img
আরও সংবাদ
- Advertisement -spot_img
এই বিভাগের অন্যান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here