মঙ্গলবার, অক্টোবর ৭, ২০২৫
Homeগণমাধ্যমশব্দ দিগন্ত || নান্নু পারভেজ

শব্দ দিগন্ত || নান্নু পারভেজ

অনলাইন ডেস্ক রিপোর্ট

অনেকদিন চলে গেল
তোমাকে বলার সুযোগই হলো না
এখন হয়তো সম্ভব হতে পারে আমি চলে এসেছি
সেই পথহীন দুর্গম শহর হতে চেনা শহরে
দীর্ঘ বিরতি অনভ্যস্ত জীবন ভুলে থাকা স্মৃতি
আস্তে আস্তে খুলে যাবে জট
বুকের ভেতরে আকড়ে ধরে থাকা শব্দ
আস্তরণে ঢেকে যাওয়া অন্তর পাথরের ঘর্ষণে
ফিরে পাবে জীবনের বৈচিত্র।
অন্ধকারে ডুবে থাকা জ্ঞান বিস্তীর্ণপথে ধ্বস নামা মুহূর্ত কান্নার দগদগে স্মৃতিচিহ্ন ছাই ভস্মের ভেতর হতে
বের হয়ে আবার প্লাবিত হবে ফসলের মাঠ
ধরা দেবে কলমের ডগায় ভুলে যাওয়া কবিতার সংলাপ।
বহুদিন নীরবতা জীবনের দীর্ঘ সময় এমনিতেই
নষ্টের প্রপাতে পগাড়পার।
পিছনে ফিরে তাকাতেই চেতনার গভীরে
ঢুকে যেতে হয়।
বন্দী খাঁচা হতে বেরিয়ে আসে শব্দের সংলাপ
আবার সচল হয় কলম এই প্রেমহীন পৃথিবীতে
সাগরের বুক চিরে পরস্পর পরস্পরের হয় দেখা
আমার বহুদিন অপেক্ষার পর
শব্দের সাথে শব্দের মিলনে কবিতার ঘরে হয় ফেরা।
৩০.০৯.২৫.ইং নিজ বাড়ি মাদারগঞ্জ জামালপুর।
৭১৬(৫১) নং কবিতা কাব্যগ্রন্থঃ মম অঞ্জলি।
পোস্টিংঃ০৪.১০.২৫.ইং।
- Advertisement -spot_img
আরও সংবাদ
- Advertisement -spot_img
এই বিভাগের অন্যান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here