অবরুদ্ধ গাজার উদ্দেশ্যে যাত্রা করা অভিযানে যুক্ত আলোকচিত্রী ও দৃকের ব্যবস্থাপনা পরিচালক শহিদুল আলমের উদ্যোগকে সাহসী ও প্রতীকী পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শুক্রবার (০৩ অক্টোবর) গভির রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তারেক রহমানক লিখেন, শহিদুল আলমের এই অংশগ্রহণ শুধু সংহতির বার্তাই নয়, বরং অন্যায়ের বিরুদ্ধে বিবেকের দৃপ্ত গর্জনও বটে।
তারেক রহমান বলেন, বাংলাদেশের পতাকা নিয়ে বিশ্ববাসীর সামনে দাঁড়িয়েছেন শহিদুল আলম তিনি দেখিয়েছেন—এই দেশের মানুষ কোনো সময় নিপীড়নের কাছে মাথা নত করেনি, ভবিষ্যতেও করবে না।
তিনি আরও জানান, তার দল সর্বদা শহিদুল আলমের মতো সাহসী মানুষের পাশে থাকবে এবং ফিলিস্তিনি জনগণের ন্যায্য অধিকারের পক্ষে দৃঢ অবস্থান নেবে।