রক্তঝরা ডিসেম্বরের ভোরে
দেশ প্রথমবার শ্বাস নিয়েছিল-
বেদনামাখা, তবু উজ্জ্বল।
যে মা ছেলেকে ফেরত পায়নি,
তার কান্নার ভেতরই জন্মেছিল বিজয়।
যে সৈনিক শেষবার বলেছিল
‘দেশটা বাঁচুক’-
তার সাহসেই উঠেছিল আমাদের পতাকা।
বিজয় মানে শুধু আনন্দ নয় নীরব শ্রদ্ধা
এখানে প্রতিটি রোদ্দুর জানায়-
এ বিজয় রক্তে কেনা
মহান দায়িত্বে ধরে রাখা।