বৃহস্পতিবার, জানুয়ারি ১৫, ২০২৬
Homeআইন-অপরাধইশরাকের বক্তব্যের জবাবে যা বললেন সারজিস

ইশরাকের বক্তব্যের জবাবে যা বললেন সারজিস

অনলাইন ডেস্ক রিপোর্ট

ছাত্র-জনতা’ বা ‘সমন্বয়ক’ পরিচয়ে লুটপাটকারীদের কঠোর হস্তে দমনের আহ্বান জানিয়েছেন বিএনপির আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

আজ বুধবার নিজের ফেসবুক পেজে দেওয়া স্ট্যাটাসে এ আহ্বান জানান ইশরাক। ওই স্ট্যাটাসের মন্তব্যে দলীয় পরিচয়ে চাঁদাবাজি করলে তাদের দমনের আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

ইশরাক হোসেন ফেসবুকে লেখেন, ‘ছাত্র-জনতা’ অথবা ‘সমন্বয়ক’ পরিচয়ে কিছু দুর্বৃত্ত দেশব্যাপী ডাকাতি, লুটপাট ও দখলদারিতে জড়িত হয়ে পড়েছে। কখনো এরা রাজনৈতিক দলের পরিচয় ব্যাবহার করছে এবং কখনো এরা ভাড়ায় সন্ত্রাসী কর্মকাণ্ড করতে যাচ্ছে। এদেরকে কঠোর হস্তে দমন করার আহ্বান জানাচ্ছি। অপরাধীদের পরিচয় একটাই সেটা হলো অপরাধী।

ইশরাকের বক্তব্যের জবাবে সারজিস আলম লিখেছেন, একইভাবে যারা দলীয় পরিচয় ব্যবহার করে চাঁদাবাজি, দখলদারিত্ব, লুটপাট করছে তাদেরকেও কঠোর হস্তে দমন করতে হবে।

- Advertisement -spot_img
আরও সংবাদ
- Advertisement -spot_img
এই বিভাগের অন্যান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here