বুধবার (১৯মার্চ) জাগো নারী ফাউন্ডেশন এর কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজন করা হয় মানববন্ধন কর্মসূচি ও আলোচনা অনুষ্ঠান। পূর্ব ঘোষিত সময় মোতাবেক সকাল ১০ ঘটিকা থেকে জাগো নারী ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে সমবেত হতে থাকে অত্র ফাউন্ডেশন এর কর্মকর্তা ও সদস্যবৃন্দ। সমবেত হতে থাকেন নানা পেশাজীবি সামাজিক সংগঠনের লোকসকল।
রাজধানীর মিরপুরস্থ রুপনগরে মাগুরার শিশু কন্যা অছিয়ার ধর্ষকদের মৃত্যুদন্ড দ্রুত কার্যকর করার দাবীতে অনুষ্ঠিত হয় মানববন্ধনটি।
জাগো নারী ফাউন্ডেশন এর যুক্তরাজ্য শাখার সম্মানিত সভাপতি নাসরিন আজিজ ডলির সভাপতিত্বে উক্ত মানববন্ধনে প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালী বক্তব্য রাখেন জাগো নারী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারপারসন ও সভাপতি নূর উন নাহার মেরী।
অত্র ফাউন্ডেশন চেয়ারপারসন ও প্রতিষ্ঠাতা সভাপতি নূর-উন-নাহার মেরী প্রধান অতিথির বক্তব্যে বলেন, আছিয়ার মতো আট বছরের শিশুকে বড় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে আত্মীয় কর্তৃক ধর্ষিত হতে হয়েছে এবং হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে মৃত্যুবরণ করতে হয়েছে শিশুটির এর চেয়ে বড় ট্রেজেড়ি এর চেয়ে বড় বেদনার আর কি থাকতে পারে।
এমন অনাকাঙ্ক্ষিত ঘটনাতে ইহাই প্রতীয়মান হয় যে, দেশে নারীদের যেমন কোন নিরাপত্তা নেই এমনকি শিশুদেরও কোন নিরাপত্তা নেই। আছিয়া মরে গিয়ে বাংলার মানুষকে ইহাই জানান দিয়ে গেছেন। এই লজ্জা ভুলে যাওয়ার কোন ছোটখাটো বিষয় নয়। এই লজ্জা আমাদের জাতিগতভাবে গভির বেদনার।
তিনি আরও বলেন, আমরা জাগো নারী ফাউন্ডেশন দীর্ঘ ১৮ বছর ধরে দেশের বঞ্চিত নির্যাতিত নিপীড়িত অসহায় বিশেষ করে নারী সমাজকে নিয়ে কাজ করে যাচ্ছি। তাদের ভাগ্য উন্নয়নে নানাভাবে শিক্ষা প্রশিক্ষণ কর্মসূচী দিয়ে সহযোগিতা করে আসছি।
আজ যখন নারী সমাজ তার নানামুখী পদক্ষেপে দেশ উন্নয়নে বিশেষ অবদান রাখছে ঠিক তখনই তাদেরকে নানাভাবে হয়রানির শিকার হতে হচ্ছে বাংলা মায়ের জমিনে। তিনি শিশু কন্যা আছিয়ার ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড কার্যকর করার জোর দাবী জানাই। তিনি বলেন, ভবিষ্যতে যেনো এ ভাবে আর কোন শিশু কন্যাকে ধর্ষিত হতে না হয় যেন অকালে ঝরে যেতে না হয় আমি সেই প্রত্যাশা করি।
উক্ত মানববন্ধনে আরও বক্তব্য রাখেন কার্যনির্বাহী পরিচালক নূর-এমডি চৌধুরী, নির্বাহী পরিচালক ইলা বিশ্বাস, যুগ্ম মহাসচিব শাহনাজ বেগম, পরিচালক অর্থ মোঃ মতিউর রহমান হিরু, কার্যনির্বাহী সদস্য হালিমা ইয়াসমিন চামেলী, শিউলি আক্তার, রিনা খাতুন ও ফেরদৌসী আক্তারসহ অনেক নেতৃবৃন্দ।
বক্তারা নিজ নিজ বক্তব্যে শিশু কন্যা আছিয়ার নির্মম মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেন, এমন জঘন্যতম ঘটনা আর যেন বাংলার জমিন সামনের দিনগুলোতে দেখতে না হয় তার জন্য দৃষ্টান্তমূলক শাস্তি কায়েম করে আছিয়ার হত্যা মামলায় এজহারভুক্ত আসামীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড কর্যকর করে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করার জোর দাবি জানান বর্তমান সরকারের কাছে।
অপর দিকে একই দিনে জাগো নারী ফাউন্ডেশন এর গাজীপুর জেলাশাখার উদ্যোগে জয়দেবপুরের প্রধান কার্যালয়ে শিশু কন্যা আছিয়ার ধর্ষকদের বিচারের দাবীতে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
জাগো নারী ফাউন্ডেশন গাজীপুর জেলাশাখার সম্মানিত সভাপতি দিলরুবা ইসলামের সভাপতিত্বে উক্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন অত্র ফাউন্ডেশন এর সম্মানিত উপদেষ্টা পরিষদের সদস্য বরিশাল আলীগঞ্জ আলিয়া মাদ্রাসার সিনিয়র আলেম অধ্যক্ষ মাওলানা আবদুল গাফ্ফার আনসারী, উপদেষ্টা মোঃ আবুল হোসেন, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হোসনে আরা সিদ্দিকী জুলি, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম, জেলা শাখার সাধারন সম্পাদক রাশেদা বেগম, যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমা হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহনাজ বেগম, অর্থ সম্পাদক রেহেনা বেগম ও কার্য নির্বাহী সদস্য ফেরদৌসী আক্তার শিলা প্রমূখ।
বক্তারা নিজ নিজ বক্তব্যে শিশু কন্যা আছিয়ার নির্মম মৃত্যুতে বাংগালীর জাতীয় জীবনে সত্যিকার অর্থে শোকের ছায়া নেমে এসেছে। ভবিষ্যতে আর যেন এমন দৃশ্যপট দেখতে আর না হয় তার জন্য কঠোর শাস্তির বিধান করে উক্ত আসামীদের ফাঁসির কাষ্টে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার জোর দাবী জানান।