সোমবার, জানুয়ারি ১২, ২০২৬
Homeআর্ন্তজাতিকদেড় ঘণ্টা বৈঠক করলেন ড. মুহাম্মদ ইউনূস ও তারেক রহমান

দেড় ঘণ্টা বৈঠক করলেন ড. মুহাম্মদ ইউনূস ও তারেক রহমান

অনলাইন ডেস্ক রিপোর্ট

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ সময় আজ শুক্রবার বেলা ২টায় লন্ডনে ডরচেস্টার হোটেলে তাঁদের বৈঠক শুরু হয়। শেষ হয় বেলা সাড়ে ৩টায়। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও তারেক রহমান ওয়ান-টু-ওয়ান বৈঠক করেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
বৈঠক শেষ করেই বাসার উদ্দেশে রওনা হয়েছেন তারেক রহমান। এর আগে আজ স্থানীয় সময় সকালের দিকে তারেক রহমান ডরচেস্টার হোটেলে আসেন। তাঁকে স্বাগত জানান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আন্তর্জাতিকবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও হোটেলে উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে সাংবাদিকদের আমীর খসরু মাহমুদ চৌধুরীর ব্রিফ করার কথা রয়েছে। এর আগে বিএনপি ও সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল, বৈঠক হবে দুই ঘণ্টা। তবে দেড় ঘণ্টায় শেষ হয়েছে। বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায় বৈঠক শেষ হয়েছে বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। বৈঠক শেষ হওয়ার পরে হোটেল থেকে বেরিয়েই বাসার উদ্দেশে রওনা হয়েছেন তারেক রহমান।
হোটেল থেকে বেরোনোর সময় তারেক রহমানকে হাস্যোজ্জ্বল দেখা গেছে। তিনি বেরিয়ে আসার সময় বাইরে নেতা-কর্মীরা স্লোগান দেন। তবে কী বার্তা নিয়ে বেরোলেন, তা এখনো জানা যায়নি।
- Advertisement -spot_img
আরও সংবাদ
- Advertisement -spot_img
এই বিভাগের অন্যান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here