নতুন ছবি ‘ব্যাটল অব গালওয়ান’র জন্য প্রস্তুত বলিউড অভিনেতা সালমান খান। শিগগিরই অংশ নেবেন শুটিংয়ে। তবে এর আগেই শোনা গেল, মুম্বাইয়ে ছবিটির কাজ শুরু হওয়ার কথা থাকলেও শুটিং সেট ভেঙে ফেলা হয়েছে!
ভারতীয় সংবাদমাধ্যম মিড-ডে’র প্রতিবেদন অনুসারে, ছবিটির জন্য গত জুলাইয়ে বান্দ্রার মেহবুব স্টুডিওতে একটি সেট নির্মাণ করা হয়েছিল। কিন্তু এরইমধ্যে নির্মাতারা তাঁদের সিদ্ধান্ত পরিবর্তন করেছেন। মুম্বাই নয়, সরাসরি লাদাখ থেকে শুরু হবে এই ছবির শুটিং। আগামী ২২ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত সেখানেই অ্যাকশন দৃশ্যের শুটিং হবে।
মূলত এই সিনেমায় সালমানের একটা ভিন্ন লুক রয়েছে। সেটা মুম্বাই ও লাদাখের মধ্যে ৩০ দিনের ব্যবধানে শুট করা হলে, দৃশ্যগুলোর ধারাবাহিকতা নষ্ট হতে পারে। পরিচালক অপূর্ব লাখিয়া বিশ্বাস করেন যে, অ্যাকশন দৃশ্যের শুটিংয়ে ধারাবাহিকতা থাকা উচিত। ফলে মুম্বাইয়ের কাজ আপাতত স্থগিত রাখা হয়েছে।
জানা যায়, ব্যাটল অব গালওয়ান’র গল্প আবর্তিত হয়েছে সালওয়ান উপত্যকায় ভারতীয় ও চীনা সৈন্যদের মধ্যে বিরোধের ওপর ভিত্তি করে। ছবিটির জন্য ‘ভাইজান’ নানা শারীরিক পরিবর্তনও করেছেন বলে শোনা গেছে।
সবশেষ অভিনেতাকে দেখা গিয়েছিল ‘সিকান্দার’ ছবিতে। যদিও তাতে সেভাবে দর্শকের মন জয় করতে পারেননি সালমান, বরং আরও নেতিবাচক মন্তব্যের শিকার হয়েছেন। এবার আসন্ন ছবির মাধ্যমে তিনি দর্শকদের মুগ্ধ করতে চান।