বাংলাদেশের খুচরো বাজারে পেঁয়াজের দাম আকাশ ছুঁয়ে ফেলেছে। প্রতি কেজি পেঁয়াজ কোথাও কোথাও ১৫০ টাকা দিয়েও কিনতে হচ্ছে। সাধারণ মানুষের ভোগান্তির কথা ভেবেই ভারত থেকে পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত নিল বাংলাদেশ সরকার।

বাংলাদেশে পেঁয়াজের দাম যে হারে বাড়ছিল, তাতে মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে পদক্ষেপ করতেই হত। দেশের একাধিক আমদানিকারী সংস্থা সরকারের কাছে পেঁয়াজ আমদানির অনুমতি চেয়ে রেখেছিল। অবশেষে ইউনূস তাতে রাজি হলেন।

৫০ জন আমদানিকারককে ভারত থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হল। তাঁরা সর্বোচ্চ ৩০ টন পেঁয়াজ ভারত থেকে কিনতে পারবেন। এ ভাবে ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত ভারত থেকে দেড় হাজার টন পেঁয়াজ আমদানি করবে বাংলাদেশ।




