জাগো নারী ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল বিকালে রাজধানীর রুপনগরস্থ কার্যালয়ে বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যু দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রথমে কোরআন তেলওয়াত ও সংগঠনের গাজীপুর জেলা শাখার সাবেক সভাপতি প্রয়াত ফেরদৌস আরার স্মরণে ১ মিনিট নিরবতা পালনের মাধ্যমে সভা শুরু হয়।

জাগো নারী ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান কবি মুশতারী বেগমের সভাপতিত্বে উক্ত সভায় অনুষ্ঠানে ভার্চুয়ালী বক্তব্য রাখেন আমেরকিা প্রবাসী সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও চেয়ারপারসন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কবি নূর-উন-নাহার মেরী।

সভায় আরো বক্তব্য রাখেন নির্বাহী পরিচালক লাভলী ইয়াসমিন, পরিচালক (সমাজকল্যাণ) ইলা বিশ্বাস, এ-ওয়ান টেলিমিডিয়ার চেয়ারম্যান খ ম খুরশীদ, পৃষ্ঠপোষক সৈয়দ আকতার পারভেজ, যুগ্ম-সম্পাদক হালিমা ইয়াসমিন চামেলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম, কার্য নির্বাহী সদস্য রোকসানা বেগম, শিউলি বেগম, রিনা বেগম, নুসরাত জান্নাত, উম্মে সালমা, ইয়াসমিন আক্তার, ইয়াসমিন আক্তার, রিক্তা আক্তার ও জেনিফার ইসলাম খান প্রমূখ।

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও চেয়ারপারসন কবি নূর-উন-নাহার মেরী বলেন, বেগম রোকেয়া সাখাওয়াত নারী জাগরনের অগ্রদূত, তিনি সব সময় নারী শিক্ষা, অধিকার, সামাজিক ন্যায়বিচার এবং মানবমুক্তির যে আলো তিনি জ্বালিয়েছেন, তা আজও পথ দেখায়।




